চট্টগ্রাম:শারদীয় দুর্গাপূজায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরা পাহারা দিবে।দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী আমাদের কর্মীরা। দিল্লীতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ি পৌরসভা সদরের পালপাড়ায় পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন...