কুমিল্লায় বিএনপির জেলা সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এদেশে ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ডেরে কথা স্মরণ করে তিনি বলেন, ১৪০০ মানুষ কে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ হাজার পঙ্গুত্ব বরণ করে আহত অবস্থায় আছে। এত...