ময়মনসিংহ ব্যুরো:ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর জঙ্গলের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আলমগীর হোসেন আলীম (৩৩) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী বাজারের পাশে একটি জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ। নিহত আলমগীর হোসেন আলীম সংগ্রামকেলী গ্রামের আবুল কালামের ছেলে এবং দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে অবস্থানের পর সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আলমগীর হোসেন আলীম বাড়ি থেকে খাবার খেয়ে সংগ্রামকেলী বাজারের আতাউরের দোকানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে। শনিবার দুপুরে আলমগীর হোসেন আলীমের ছোট ভাই শাহ আলম সংগ্রামকেলী...