ঢাকা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ন্যাটো সদস্য দেশগুলোর ওপর মস্কোর কোনো হামলার ইচ্ছা নেই। তবে রাশিয়ার প্রতি যেকোনো ধরনের “আগ্রাসন” মোকাবিলায় উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেছেন তিনি।শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, "রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হুমকি এখন ক্রমেই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।"ল্যাভরভ একইসাথে ইসরায়েলের সমালোচনা করে বলেন, রাশিয়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা করলেও গাজায় ফিলিস্তিনিদের নৃশংস হত্যাযজ্ঞ কিংবা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কোনো যৌক্তিকতা নেই।তিনি ইসরায়েলের পক্ষ থেকে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চালানো বিমান হামলাকে ‘হামাস নির্মূলের নামে বৈধতা দেয়ার চেষ্টা’ বলেও আখ্যায়িত করেন।ইরান প্রসঙ্গে ল্যাভরভ পশ্চিমা শক্তিগুলোকে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করার অভিযোগ এনে বলেন, ইরানের বিরুদ্ধে...