বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে বড়ো বড়ো অট্টালিকা গড়ে তুলেছে আবাসন প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টি কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম না দেওয়ায় ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে হওয়ায় থামছে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে মৃত্যুর মিছিল। এবার শর্টসার্কিটে বিদ্যুৎস্পর্শে এক জুলাই যোদ্ধার অকালমৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টায় ঘটনাটি ঘটেছে নগরের চকবাজার থানাধীন প্যারেড ময়দানের পাশে ইদ্রিস বিল্ডিংয়ে। নিহত সেই জুলাই যোদ্ধার না মো. জাহাঙ্গীর আলম (২৬)। তিনি কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা। তবে চট্টগ্রামে থাকতেন পাহাড়তলী থানার ঝাউতলার ডিজেল কলোনিতে। নিহতের স্ত্রী পরিবার নিয়ে থাকেন কুমিল্লার চান্দিনাতেই। স্বামীর মৃত্যুর খবরে কান্না থামছেই না তার। রাত ৯টায় মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে তার স্বামী জাহাঙ্গীর আলম নিজের জীবন বাজি রেখে লড়েছিল। তবে কখনো কোনো ক্রেডিট নিতে চাননি। কিন্তু ফিনলে ফিনলে...