লিওনেল মেসির টানা গোলের ধারা থেমে গেল টরন্টোতে। শনিবার মেজর লিগ সকারে টরন্টো এফসির মাঠে ইন্টার মায়ামি ১–১ গোলে ড্র করে ফিরেছে। টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। তবে এদিন একাধিক সুযোগ তৈরি করেও জাল খুঁজে পাননি তিনি। মূলত টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত পারফরম্যান্সেই মেসির গোলযাত্রা থেমে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রস থেকে হেডে গোল করেন তাদেও আলেন্দে, মায়ামিকে এগিয়ে দেন ১-০ তে। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণের দুর্বলতা আবারও কাল হয় মায়ামির। একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬০ মিনিটে কাছ থেকে গোল করেন জর্জে মিহাইলোভিচ, ম্যাচ ফিরিয়ে আনেন ১-১ এ। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় মায়ামি। তবে শন জনসনের দুই চমকপ্রদ সেভে বঞ্চিত হন মেসি। ২৩ ম্যাচে ২৪...