যুক্তরাষ্ট্রের মাইনর লিগে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার উজ্জ্বল বোলিং পারফরম্যান্সে বড় জয় পেয়েছে আটলান্টা ফায়ার। গতকাল আটলান্টা লাইটেনিংকে তারা ৪৭ রানে হারিয়ে দিয়েছে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। পরমবীর ক্রিকেট ফিল্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আটলান্টা লাইটেনিং। আটলান্টা ফায়ার ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সাগর প্যাটেল এবং পল পালমার করেন ২৬ রান। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ২৮ রান করেন। তবে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি সাকিব। ৪ বলে এক ছক্কায় করেন ৭ রান। রান তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আটলান্টা লাইটেনিং। একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে এসে সাকিব আল হাসান প্রথম বলেই মোনাঙ্ক প্যাটেলের...