শাহরুখ খান, বলিউডে ‘বাদশা’ নামে যার পরিচিতি। ভক্তদের কাছে ‘কিং খান’। ১৯৮০ সালের দিকে টেলিভিশনে সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করা শাহরুখ খান ১৯৯২ সালে মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘দিওয়ানা’ দিয়ে বলিউডে অভিষিক্ত হন। কিন্তু নায়ক হিসাবে তাকে যেন মেনে নিতে পারছিল না বলিউডবাসী। প্রস্তাব দিলেন খলনায়ক হওয়ার। মাত্র ক্যারিয়ার শুরু। পায়ের তলায় মাটি শক্ত হওয়া তো দূরের কথা, এখনো নেই বললেই চলে। তাই অনেকটা বাধ্য হয়েই ১৯৯৩ সালে পরপর দুই সিনেমা ‘বাজিগর’ ও ‘ডর’-এ খলনায়ক হিসাবেই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। আরও ফলাফলও পেয়েছেন হাতে হাতে। রব উঠে গেল শাহরুখের নামে। দুই সিনেমায়ই দেখিয়ে দিয়েছেন, তিনি ইন্ডাস্ট্রি জয় করতেই এসেছেন। এরপর ফিরেছেন নায়ক হয়ে। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমাটি শাহরুখকে ‘রোমান্টিক হিরো’র পোশাক জড়িয়ে দেয় গায়ে। এরপর ১৯৯৭ সালে ‘দিল...