ঢাকা: চলতি মাসে জেন-জি প্রজন্মের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে মাত্র এক মাস না যেতেই আবারও প্রকাশ্যে এসেছেন তিনি। অলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও তিনি দেশ ছেড়ে পালাবেন না।শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন 'গুন্ডু’র আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে অলি বলেন, “আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”তিনি আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব, এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।”প্রসঙ্গত, ১৮ দিন আগে জেন-জি আন্দোলনের চাপে সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করেন কেপি শর্মা। এরপর থেকে তিনি আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত...