ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকা থেকে ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের দুই কেজি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৯টার সময় মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ থত্য জানানো হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিৎ বিশ্বাস ও কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কালিগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে দুইজন ব্যক্তি স্বর্ণ বহন করে ভারতে পাচারের কথা জানতে পারে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুর ব্যাটালিয়ন সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাকিলাদাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। সোর্সের দেয়া তথ্য মতে বিজিবি সদস্যরা হাজী ডিলাক্স এক্সপ্রেস পরিবহনের বাসটি তল্লাশি...