নড়াইলের কালিয়া উপজেলার বিখ্যাত ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’। প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকা সিনেমা হলটি এখন মসজিতে রূপ নিয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে যাচ্ছে সিনেমা হলের সামনে মসজিদের ব্যানার টানানো হয়েছে। এক সময়ের কোলাহল, সিনেমার পোস্টার, টিকিটের লাইন সবই এখন অতীত আল্পনা সিনেমা হলে। সেখানে হবে এখন আজান, নামাজ। চলবে মুসল্লিদের আনাগোনা। জানা যায়, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে যাত্রা শুরু করেছিল ভবনটি। তৎকালীন জেলা প্রশাসক ম. শাফায়াত আলী উদ্বোধন করেছিলেন। পরে এটি রূপ নেয় সিনেমা হলে। তবে লোকসান আর দর্শকসংকটে প্রায় দুই দশক আগে বন্ধ হয়ে যায় প্রদর্শনী কার্যক্রম। তারপর থেকেই ভবনটি পড়ে ছিল জরাজীর্ণ অবস্থায়। অবশেষে গত বুধবার সেখানে ঝুলে গেল নতুন ব্যানার ‘তাবলিগী মার্কাজ মসজিদ’। কালিয়া উপজেলা নির্বাহী...