কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় নবীগণের শ্রেষ্ঠ কিছু দোয়া বর্ণনা করেছেন যেগুলো তিনি পছন্দ করেছেন ও কবুল করেছেন। এই দোয়াগুলো বর্ণনা করে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন কীভাবে দোয়া করতে হয়, কীভাবে তার কাছে চাইতে হয়। এখানে আমরা কোরআনে বর্ণিত ৭ নবীর ৭টি শ্রেষ্ঠ দোয়া উল্লেখ করছি: رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَউচ্চারণ: রাব্বানা জালামনা আনফুছানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন। অর্থ: হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। (সুরা আরাফ: ২৩) رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ উচ্চারণ: রাব্বি হাব লী...