আজ সকালে ঢাকার আকাশে দেখা গেল এক ভিন্ন রূপ। ঝলমলে রোদ ঝরছে চারদিকে, অথচ তার মাঝেই হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। মেরুল বাড্ডা এলাকায় তোলা এমন এক দৃশ্য মুহূর্তেই যেন ছোটবেলার প্রবাদ বাক্যকে মনে করিয়ে দেয় ‘শিয়ালের বিয়ে হচ্ছে’। ছবি: মাহবুব আলম আমাদের শৈশবে বড়দের মুখে এই কথাটা শুনলেই কল্পনার এক অদ্ভুত জগৎ খুলে যেত। মনে হতো সত্যিই বুঝি খেঁকশিয়ালরা আজ বিয়ে করছে। বৃষ্টির ফোঁটা তখন তাদের শাড়ি আর পাঞ্জাবির মতো, আর রোদ যেন বাজানো শঙ্খ কিংবা আলোকিত মঞ্চ। প্রকৃতির এই বিরল খেলা শিশুদের কল্পনায় এক ধরনের রূপকথার আবেশ তৈরি করত। আসলে বিজ্ঞানের ভাষায় এ দৃশ্যকে বলা হয় ‘সান শাওয়ার’। আকাশের এক অংশে মেঘ জমে বৃষ্টি হয়, অন্য অংশে থাকে খোলা রোদ। তখনই দেখা যায় একই সঙ্গে রোদ আর বৃষ্টির...