এশিয়া কাপের ফাইনালে আজ ভারত মুখোমুখি পাকিস্তানের। এবারের আসরে আরও দুই বার দুই দল মুখোমুখি হয়েছে। দুই বারই ভারত জিতেছে; প্রথম বার ৭, পরের বার ৬ উইকেটে। ‘সিরিজ’ জেতা হয়ে গেছে ভারতের, তবে আগের দুই ম্যাচের গুরুত্ব এই ম্যাচ থেকে ঢের কম। আজকের ম্যাচ যে ফাইনাল! এই ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করা যাবে, হেরে বসলে অবশ্য আগের দুই জয়েরও মূল্য থাকবে না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই আজ ভারত মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এই ম্যাচে ভারত একাদশে দুই বদল আসতে পারে। ফাইনালের আগে অবশ্য বড় একটা ধাক্কা খেতে বসেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া আর অভিষেক শর্মা ক্র্যাম্প পেয়ে বসেছিলেন। যার ফলে ভারতের ফিল্ডিংয়ের সময় একটা বড় অংশ দুজনকেই দেখা গেছে ডাগ আউটে বসে থাকতে। এরপর শুরু হয়েছিল শঙ্কা। ফাইনালে...