নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসের চাপায় মহিরন বেগম নামে এক বৃদ্ধা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড় মোড়ে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা বাসের ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত মহিরন বেগম নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মরহুম রফিজ উদ্দিনের স্ত্রী। তিনি ২ মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।আরও পড়ুনআরও পড়ুন২৩ বছর ধরে ইমামতি, বাইক উপহার পেয়ে আবেগাপ্লুত ইমাম অপরদিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বটতলী এলাকায় শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ফেরার পথে ঝিনাইগাতী এক্সপ্রেস বাসের চাপায় আছান আলী নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। তার বাড়ি পশ্চিম কুমড়ী বাজিতখিলা এলাকায়। তিনি একটি ওয়েল্ডিং মেশিনের দোকানে কাজ করতেন। এ সময় অটোরিকশার আরও ৪ যাত্রী গুরুতর আহত...