উড়োজাহাজ ভাড়া আগামী বছর জনপ্রতি ১ লাখ ৫৪,৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ১২ অক্টোবর শেষ হবে। সরকারি ব্যবস্থাপনায় এইচজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭,১৯৮ জন বাংলাদেশি। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “আগামী বছর উড়োজাহাজের ভাড়া যৌক্তিক হওয়ায় সাধারণ মানুষও হজের জন্য প্রস্তুতি নিতে পারবে।” গত বছরের সরকারি প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ থেকে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। আজ বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে হজ এজেন্সি মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা দফায় দফায় বৈঠক করে ভাড়া...