২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারির পরও খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে; মানুষের চলাচলও কম। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শহরজুড়ে টহলও রয়েছে। জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) উদ্ভূত পরিস্থিতির মধ্যে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা ছাড়াও গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার রাতে সাজেকে আটকা প্রায় দুই হাজার পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের...