ভারতের তামিলনাডু রাজ্যে নিজের সমাবেশে পদদলনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেত্তরি কাঘাজাম (টিভিকে) দলের প্রধান অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তামিল ভাষায় বিজয় লিখেছেন, "আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” শোক জানিয়ে বিজয় লিখেছেন, “সমাবেশ প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।” এনডিটিভি লিখেছে, অভিনয়ের জগত থেকে রাজনীতির মাঠে আসা ৫১ বছর বয়সী বিজয়ের কারুর জেলার সমাবেশে পদদলনের ঘটনায় শিশুসহ অন্তত ৩৯ জনের মৃত্যু এবং আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই জায়গায় ‘অন্ততপক্ষে ৩০ হাজার মানুষ সমবেত’ হয়েছিল। সমাবেশে উপস্থিত হতে বিজয়ের গাড়িবহরের ছয় ঘণ্টারও বেশি...