রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের টানাপোড়েনের জেরে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো আজ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকেরা। তবে জরুরি প্রয়োজনে অনেকেই লোকাল বাসে ঢাকায় যাতায়াত করছেন। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীই পড়ছেন দুর্ভাগে। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে এসে অনেকেই জানতে পারছেন বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস এই রুটে তাদের চলাচল স্বাভাবিক রেখেছে। কিছু লোকাল বাসও ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে অনেকেই এসব বাসে ঢাকায় যাতায়াত করছেন। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, এই জটিলতা নিরসনে...