বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ না করেও জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সকল সুযোগ সুবিধা নিয়েছে এনায়েত উল্যাহ বাপ্পী (২৬) নামের এক কাঠমিস্ত্রি। নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে সরকারি অফিস আদালতে প্রভাব বিস্তার ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের ঘটনার ১৩ মাস পর গত (১৭ সেপ্টেম্বর) এনায়েত উল্যাহ বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলার আবেদন করেন। এতে হামলা ও মারধরের অভিযোগে তিন সাংবাদিকসহ ১০৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। ১৮ সেপ্টেম্বর মামলার শুনানির দিন মামলাটি প্রত্যাহার করেন। এনায়েত উল্যাহ বাপ্পী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামের আনোয়ার আলী সারেং বাড়ির আহসান উল্যার ছেলে। অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালে ১৯ জুলাই ফেনী শহরের ইসলামপুর সড়কে পুলিশ ও বিএনপির...