খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির পরও রোববার সকালে শহরজুড়ে থমথমে পরিস্থিতি দেখা যায়। দোকানপাট প্রায় সবই বন্ধ, রাস্তায় মানুষের চলাচলও সীমিত। শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। তারা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। একই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এদিন সকাল থেকে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। শনিবার রাতে সাজেকে আটকা পড়া প্রায় দুই হাজার পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার রাতে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার...