জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে এনআরবি কানেক্ট ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রধান উপদেষ্টা বলেন, “এখন দেশ পুনর্গঠনের কাজে ব্যস্ত। এক বছর আগে কোন পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল, সেটি আজও মনে আছে।”তিনি রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। পাশাপাশি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, “এখন দেশ পুনর্গঠনের কাজে ব্যস্ত। এক বছর আগে কোন...