ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসবে কমিশন। তবে এ সংলাপের কোনো নির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি; বরং অংশগ্রহণকারীদের মতামত শোনাই মূল লক্ষ্য। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানিয়েছেন, রোববার সকাল ও বিকালে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ৬০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরো পড়ুন :কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা...