আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। পঞ্জিকা অনুযায়ী, আজ সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠবে পরিবেশ। এ বছর সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ মহোৎসবকে ঘিরে মন্দির, মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো পড়ুন :প্রতিমা তৈরিতে দ্বিগুণ খরচ, বাড়েনি পারিশ্রমিক দেবীর আগমনী সুরে...