নিজস্ব প্রতিবেদক : দেশের ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল চাহিদা প্রদানের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই ভুলের কারণে সংশ্লিষ্ট প্রধানদের সর্বোচ্চ তিন মাসের এমপিও বেতন স্থগিত হতে পারে বলে জানা গেছে। গত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়ায় ২৪৫টি প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডির সদস্যরা ৪০১টি শূন্যপদের জন্য ভুল তথ্য প্রদান করেন। এর ফলে প্রার্থীদের সঠিকভাবে নিয়োগ দেওয়া বাধাগ্রস্ত হয়েছে এবং সার্বিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, এনটিআরসিএ বারবার সঠিক তথ্য দেয়ার নির্দেশ দিলেও অনেক প্রতিষ্ঠান প্রধান সঠিকভাবে শূন্য পদের তথ্য জমা দেননি। এতে অনেক প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,“ভুল তথ্য প্রদানের দায়ভার প্রতিষ্ঠান প্রধানদেরই বহন করতে হবে। তাদের এমপিও বেতন স্থগিত...