নকলা উপজেলার বাদাগৈড় মোড়ে শনিবার রাতে নারীকে চাপা দেয় সোনার বাংলা বাসটি শেরপুরের নকলায় নাতির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় দাদি মহিরন বেগম (৭০) মারা গেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাদাগৈড় মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া মহরিন উপজেলার টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী। নকলা পৌরসভার কর্মচারী আবদুল হামিদ খান জানান, গতকাল শনিবার মহিরনের ছেলে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে রাতে বাড়ি ফিরছিলেন মাহিরন। রাস্তা পাড় হওয়ার সময় সোনার বাংলা নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২২৬৯২।আরো পড়ুন:কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল দুই ভাইয়েরতিন দিন দূরপাল্লার বাস বন্ধে রাজশাহীতে যাত্রীদের ভোগান্তি তিন দিন দূরপাল্লার বাস বন্ধে রাজশাহীতে...