২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, দেশটির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ওপর কোনো হামলার পরিকল্পনা নেই। তবে, যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটে, তার কঠোর ও ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। এ কথা তিনি জাতিসংঘের সাধারণ সমাবেশে শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে বলেন। ল্যাভরভের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা দেশগুলো থেকে আসা হুমকির প্রতিক্রিয়া জানানো। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ক্রমশ রাশিয়ার বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং ন্যাটো ও ইইউ-এর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ তুলছে। তবে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বক্তব্য উল্লেখ করে বলেছেন, রাশিয়ার কোনো আগ্রাসনের উদ্দেশ্য নেই। তিনি এর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, এবং ইসরাইলের কর্মকাণ্ডকে নিন্দা জানান। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে...