নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বিপুল পরিমাণ অর্থ — যাকে 'অলস আমানত' বলে উল্লেখ করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা। অথচ অর্থসংকটে থাকা সরকার উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ফলে সুদ ব্যয় বেড়েই চলেছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়ানোর ফলে ব্যাংকগুলোর আমানতের সুদও বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত অর্থ ব্যাংকে রেখে সুদ থেকে মোটা অঙ্কের মুনাফা করছে। উদাহরণস্বরূপ, পদ্মা অয়েল কোম্পানি ২০২৫ সালের প্রথম তিন মাসে ১৭৭ কোটি টাকা সুদ আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৭৭ কোটি বেশি। রাষ্ট্রায়ত্ত সংস্থা, বীমা, পেনশন ফান্ড: ১,২৬,১৩২ কোটি কিছু প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে অর্থ রেখে তা ফেরত...