বলিউডের জনপ্রিয় ও বহুল আলোচিত অভিনেতা রণবীর কাপুর। এ সুপারস্টারের আজ (২৮ সেপ্টেম্বর) জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া রণবীর আজ শুধু কাপুর পরিবারেই নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই শক্তিশালী এক নাম। সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের আধুনিক প্রেমকাহিনির এ নায়ক। সেইসঙ্গে তার প্রজন্মের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা হিসেবে তাকেই ভাবা হয়। রকস্টার, বরফি!, সাঞ্জু ছবিগুলো তার সু-অভিনয়ের প্রমাণ বহন করছে। রণবীরের রক্তেই যেন সিনেমা মিশে আছে। তার দাদা রাজ কাপুর, বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং সবাই ছিলেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র। সেই উত্তরাধিকার বহন করেই ২০০৭ সালে সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। সিনেমা বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শক-সমালোচকের চোখে পড়ে যান রণবীর। পরবর্তীতে ‘ওয়েক আপ সিড’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রকস্টার’,...