নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না এবং বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তর করে নেপাল ত্যাগ করবেন না। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুণ্ডুতে দলীয় যুব সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা কি ভাবছেন, আমরা দেশ ছেড়ে পালাব, এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দেব? সরকারি বাসভবন বালুওয়াতার ত্যাগ করার ১৮ দিন পর প্রথমবারের মতো জনসম্মুখে এসে তিনি দাবি করেন, তার দলই দেশকে পুনরায় সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনবে এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবে। অলি ৯ দিন সেনা নিরাপত্তায় থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুণ্ডুতে ভাড়া বাসায় ওঠেন। এর আগে ৯ সেপ্টেম্বর তার ব্যক্তিগত বাড়ি (ভক্তপুরের বালকটে) বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়। অলি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নয়...