ব্যাক-টু-ব্যাক সাপোর্টার্স শিল্ড জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবারের ম্যাচে ১-১ গোলের ড্রয়ে থামতে হয়েছে লিওনেল মেসির দলকে। এই ড্রয়ের ফলে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে শিরোপার দৌড়ে মায়ামির আর নিয়ন্ত্রণ থাকল না। চার ম্যাচ বাকি থাকতে এখন তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকে। টরন্টো এফসির মাঠ বিএমও ফিল্ডে প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন তাদেও আলেন্দে। মৌসুমে এটি ছিল তার নবম গোল। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে টরন্টো। জনাথন অসোরিওর পাস ধরে রিচি লারেয়া বল ফেরত পাঠান গোলমুখে, সেখান থেকে সহজ ট্যাপ-ইনে নিজের প্রথম গোল পান জর্জে মিহাইলোভিচ। পুরো ম্যাচে গোলের জন্য মরিয়া ছিলেন মেসি। তার ছয়টি শটের মধ্যে চারটি ছিল টার্গেটে, কিন্তু টরন্টো গোলরক্ষক শন জনসন বাধার দেয়াল হয়ে দাড়ান। ম্যাচ শেষে মায়ামি...