আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অন্যান্য উপদেষ্টার উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণাল, দপ্তর ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ বছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছে। ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর প্রথম দিন মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা’ যাত্রাপালা...