শাহিন আগ্রাসী বোলার, যে কোনো ব্যাটারকে বিপদে ফেলতে পারে। তবে অভিষেকও দারুণ প্রতিদ্বন্দ্বী। এই দুজনের লড়াই দর্শকদের জন্য আলাদা রোমাঞ্চ তৈরি করবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ( ২৮ সেপ্টেম্বর) জমবে ভিন্ন রকম এক ক্রিকেট রজনী। আলোচনার কেন্দ্রে ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির মুখোমুখি লড়াই। এশিয়া কাপের ফাইনালের ভাগ্য নির্ধারণে এই দ্বৈরথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে-এমনটাই মনে করেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেল একসময় পাকিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন। সে সময় শাহিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। তার মতে, শাহিন আগ্রাসী বোলার, যে কোনো ব্যাটারকে বিপদে ফেলতে পারে। তবে অভিষেকও দারুণ প্রতিদ্বন্দ্বী। এই দুজনের লড়াই দর্শকদের জন্য আলাদা রোমাঞ্চ তৈরি করবে। দুজনেরই বয়স ২৫ বছর। শাহিন ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে,...