২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ীয়া এলাকায় ডাকাতিয়া নদী খননের নামে ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু বিক্রির মহোৎসব। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় উপজেলা যুবলীগ নেতা সেলিম শিপনের নেতৃত্বে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নদীর বালু উত্তোলন করে আশপাশের কৃষিজমি ও পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত প্রায় এক কোটি টাকার বালু বিক্রি করা হয়েছে বলেও দাবি এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ, দেদারসে বালু উত্তোলনের কারণে নদীর পাশের প্রায় ১৫ গ্রামের মানুষের ঘরবাড়ি, রাস্তা ও অবকাঠামো বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে খননকৃত এলাকায় পাকা সড়ক ও ঘরে ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকারি নিয়মনীতি মেনে নদী খননের দাবিতে বৃহস্পতিবার শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা যায়, কুমিল্লা পানি...