২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম ভারতের রাজধানী দিল্লি-তে ১৭ ছাত্রীকে অশ্লীল হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর এবং যৌন হয়রানির অভিযোগে স্বঘোষিত বাবা ও সাবেক কলেজ চেয়ারম্যান চৈতন্যানন্দ সরস্বতীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে শনিবার রাতে আগ্রায় গ্রেপ্তার করা হয়েছে, যা দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অমিত গোয়েল নিশ্চিত করেছেন। আগস্ট মাসে দিল্লির শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চ-এর সাবেক চেয়ারম্যান চৈতন্যানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সে পড়া ছাত্রীদের অশ্লীল বার্তা পাঠানো এবং অবাঞ্ছিত শারীরিক সংস্পর্শের মাধ্যমে যৌন হয়রানি করেছিলেন। অভিযোগ ওঠার পর থেকে দেড় মাসের বেশি সময় তিনি পলাতক ছিলেন। ৫ আগস্ট কলেজের মালিক শ্রী শৃঙ্গেরি শারদা পীঠম-এর প্রশাসক পি.এ. মুরালির অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা...