“কোচের চাওয়া ছিল কার্ডিয়াক কিডস ডাক নামটি যেন আমরা দূর করে ফেলি, আজকে আমরা তা পেরেছি”, মুখে হাসি আর কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বললেন কুশাল ভুর্তেল। প্রথমবারের মতো কোনো টেস্ট দলের বিপক্ষে জয়ের উত্তুঙ্গ আনন্দ তো আছেই, পাশাপাশি কোচের চাওয়া পূরণের তৃপ্তিও নেপালের বড় প্রাপ্তি। শেষ নয় এখানেই। অধিনায়ক রোহিত পাউড়েল তার ম্যান অব দা ম্যাচের পুরস্কার উৎসর্গ করলেন দেশে সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারানো মানুষগুলোর প্রতি। অনেক সময়ই সহজ ম্যাচকে কঠিন করে তুলে বা নানা সময়েই রোমাঞ্চ ও উত্তেজনা ছড়িয়ে বারবার ম্যাচকে নাটকীয় সমাপ্তির পথে নিয়ে যায় বলে নেপাল ক্রিকেট দল নাম পেয়ে গেছে ‘কার্ডিয়াক কিডস।’ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদযন্ত্রে কাঁপন ধরায়নি তারা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরিষ্কার ব্যবধানেই হারিয়ে সমর্থকদের ভাসিয়েছে উল্লাসে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে শনিবার...