শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় আচারের উৎসব নয়, এটি হাজার বছরের ঐতিহ্য আর মানবিক বন্ধনের মিলনমেলা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য বছরের সবচেয়ে বড় এই উৎসব এবার উদযাপিত হচ্ছে এক নতুন বাস্তবতায়, যেখানে ধর্মীয় আনন্দের পাশাপাশি নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় দায়িত্বও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।আরো পড়ুন:আজ ষষ্ঠীপূজা: স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গাপূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ ষষ্ঠীপূজা: স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন গত বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।...