জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের টেকসই এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সমাধানে সহায়তার জন্য বাংলাদেশে জাতিসংঘ-হ্যাবিট্যাটের উপস্থিতি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ-হ্যাবিট্যাটের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শহর এলাকার জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণভিত্তিক আবাসন সমাধান এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের ওপর জলবায়ু পরিবর্তনের বিশ্বব্যাপী প্রভাবসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঘনঘন বন্যা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের কবল বাসিন্দাদের জন্য তৈরি প্রেক্ষাপট ও বহুমুখী আবাসন মডেল তৈরিতে জাতিসংঘ-হ্যাবিট্যাটের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ ক্রমশ তীব্র হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, বন্যা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের ফলে প্রতি বছর...