সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণেরও নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট ও পেট্রোলিং চলমান রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ২৮১ টি টহল দল মোতায়েন থাকবে। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে...