২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম দেশের দক্ষিণাঞ্চলে পাটের আবাদ বৃদ্ধির সাথে গত বছরের তুলনায় দাম কিছুটা ভাল থাকায় পাট চাষিদের মুখে হাঁসি ফুটেছে। তবে মৌসুমের শুরুতে দক্ষিণাঞ্চলের বাজারে প্রতিমন পাট ৪ হাজার ২শ টাকায় বিক্রী হলেও এক মাসের ব্যবধানে তা ৪ হাজারের নিচে নেমে এসেছে। কোন কোন হাটে মান ভেদে ৩৮শ টাকায়ও পাট বিক্রী হচ্ছে। সরকারী পাটকলগুলো বন্ধের ৫ বছর পরেও তা চালুর তেমন কোন উদ্যোগ না থাকায় এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে। সরকারী পাটকলগুলো চালু থাকলে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে পাট একটি মর্যাদাপূর্ণ অবদান রাখতে পাড়ত বলে মনে করছেন কৃষিবীদগন। গতবছর দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাটবাজারে যেখানে প্রতিমন কাঁচাপাট আড়াই হাজার থেকে ৩ হাজার ২শ টাকায় বিক্রী হয়েছে, সেখানে...