নিজের কলামে গাভাস্কার লিখেছেন, 'খেলাধুলা ও রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতি ছাড়া আর কোনো কারণে কোনো দেশকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বাদ দেওয়া হয়নি। তিনি উদাহরণ টেনে মনে করান, ১৯৭৪ সালের ডেভিস কাপ টেনিস ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। নীতিগত কারণে সুযোগ হারালেও ভারত তার অবস্থানে অটল থাকে।' গাভাস্কার অলিম্পিকের দিকেও ইঙ্গিত করেন। ঠান্ডা যুদ্ধের সময়ে ১৯৮০ সালের মস্কো অলিম্পিক পশ্চিমাদের বয়কট এবং ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সোভিয়েত ব্লকের বয়কটকে তিনি রাজনৈতিক প্রভাবের বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তবুও, বিশ্বক্রীড়াঙ্গন বেশিরভাগ সময়েই রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা রাখার চেষ্টা করেছে। তিনি লিখেছেন, ' আইসিসি ও অন্যান্য প্রতিযোগিতার ড্র এমনভাবে সাজানো হয় যাতে ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকে। এতে অন্তত একটি ম্যাচ নিশ্চিত হয়।...