বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ফিটনেসের প্রতি আন্তরিকতা নতুন কিছু নয়। আর এই অভিনেত্রীর ফিটনেস রুটিন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তিনি সব সময়ই স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করার জন্য পরিচিত। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এই তারকাকে সম্প্রতি নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে, তিনি পূর্ণ উদ্যমে প্যাডেল খেলতে খেলতে নিজের দক্ষতা প্রদর্শন করছেন। আর ভিডিওর ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে।’ এই মন্তব্যের মাধ্যমে আলিয়া মূলত সেই সব সমালোচকদের ইঙ্গিত দিয়েছেন, যারা তার এই নতুন শখের বিষয়ে আলোচনা করছেন। ভিডিওতে আলিয়াকে দেখা যাচ্ছে নতুন এই প্যাডেল খেলা উপভোগ করতে, যা টেনিস...