পহেলগামের সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই দেখা গিয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা। এবার সেই বাড়তে থাকা পারদের প্রভাব পড়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের মঞ্চে দেয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে বিজয়ের দাবি করেন। বলেন, ভারত দম্ভভরে হামলা চালালেও ইসলামাবাদ তাদেরকে লজ্জিত করে ফিরিয়ে দিয়েছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। অধিবেশনে তিনি জানান, পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যৌক্তিক, বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। শেহবাজ শরিফ বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচেষ্টার পাশাপাশি ভয়াবহ যুদ্ধ এড়াতে ট্রাম্পের প্রচেষ্টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি সময়মতো ও দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করতেন, পূর্ণাঙ্গ যুদ্ধের পরিণতি হতো বিপর্যয়কর।...