রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অর্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। এর আগে গতকাল শনিবার একদিনের অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা। তবে, গতকালকের অবরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এরপর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর পর থেকে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। জেলা শহরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।” উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা...