টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। গোল করাতেও সাহায্য করেছিলেন। তবে মেসির নিষ্প্রভ দিনেই হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার গোল না পাওয়ার রাতে জয়রথ থামল ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি।আগের তিন ম্যাচে মেসি একাই করেছিলেন পাঁচ গোল। এ ম্যাচেও বেশ দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। এ ম্যাচে গোল না পেলেও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি।ম্যাচের ১২তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ। তবে সেটি ঠেকিয়ে দেন শন জনসন। ২৯তম মিনিটে বক্স থেকে মেসি দুর্দান্ত শট নিয়েছিলেন। তবে সেটি প্রতিহত করে দেন টরন্টো গোলরক্ষক। অনেক চেষ্টার পর...