নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন। জেনারেশন জেড (জেন-জি) তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর এক মাসও না যেতেই তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক সমাবেশে অংশ নেন।সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অলি স্পষ্ট করে বলেন, ‘অনেকে ভাবছেন, আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব। কিন্তু আমি নেপাল ছেড়ে যাব না।’তিনি দলীয় কর্মীদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরাই এই দেশকে পুনর্গঠন করব। আমরা আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব নেপালকে। আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব।’অলি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে আসেনি। তারা এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে। তিনি বলেন, ‘যারা আজ ক্ষমতায় আছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নয়, রাস্তায় বিশৃঙ্খলা...