চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন হতে মনোনয়ন প্রত্যাশী সাইফুদ্দিন সালাম মিঠু বলেছেন, পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী শিক্ষার পরিবর্তে পটিয়ার প্রায় প্রতিটি ঘরে ঘরে মাদক পৌঁছে দিয়েছেন। পটিয়াকে শিক্ষার আলোকিত জনপদে রূপান্তরের পরিবর্তে মাদকের আখড়া বানিয়েছেন। পটিয়াকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে আমি কাজ করব। তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের অগ্রগতি এবং মাদকমুক্ত মানবিক সমাজ গঠন আমার মূল লক্ষ্য। নেতা নয়, আমি পটিয়ার সেবক হতে চাই। আবেগ আপ্লুত সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি শেষে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কাজ...