নানা আলোচনা-সমালোচনার মুখে সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আওয়ামী লীগের দোসর জয়পুরহাট ও দিনাজপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া হামিদুল আলম মিলনকে। কিন্তু রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগদান না করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এখনো তারা সরকারি বেতন-ভাতা ভোগ করে যাচ্ছেন। এ ঘটনায় বাহিনীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রংপুর রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট একযোগে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে ঢাকার বাইরে বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়। এর মধ্যে ‘কসাই’খাত দিনাজপুর ও জয়পুরহাটের সাবেক পুলিশ সুপার ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কুখ্যাত হামিদুল আলম মিলনসহ ১৩ পুলিশ কর্মকর্তাকে রংপুর রেঞ্জে এবং বাকিদের বিভিন্ন রেঞ্জে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।...