এদিকে এমন ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ মাহির প্রতি ক্ষোভ প্রকাশ করে এর সমালোচনা করেছেন। তবে আরেকদল মনে করেন, ক্রাউডফান্ডিং এখন এক ধরনের আধুনিক ট্রেন্ডে পরিণত হয়েছে। তার ভিডিও নিচে একজন কমেন্ট করেছেন, যারা এই ধরনের ভিডিওর জন্য তাদের ফোন স্ক্রল করে, তারাই আসলে তাকে ১-২ টাকা পাঠাবে যেটা সে অনুদান চেয়েছে। অন্য একজনের কটাক্ষ করে লেখেন, এরপর হয়তো মন্টে কার্লোতে চার বেডরুমের ফ্ল্যাট কেনার জন্য আবেদন করবে। আরেকজন নেটিজেন লিখেছেন, ইউটিউবে বড়লোকরা...