দুবাইয়ে আজ রবিবাসরীয় ক্রিকেট রজনী। ঝলমলে আলোয় অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদির দ্বৈরথ.! এই দ্বৈরথ গড়ে দিতে পারে এশিয়া কাপের ফাইনালের ভাগ্য। সত্যিই কি পারে? এমন ধারণা ভারতের বোলিং কোচ মরনে মরকেলের। দুজনের সঙ্গেই যে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এর আগে পাকিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন মরকেল। সেখানে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে কোচিং করিয়েছেন তিনি। মরকেল মনে করেন, অভিষেক ও শাহিনের দ্বৈরথ দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। মরকেল বলেন, ‘শাহিন আগ্রাসী বোলার। ও যে কোনো ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। অভিষেকও কম না। এই দুজন সামনাসামনি হলেই লড়াই উপভোগ্য হয়। ক্রিকেটপ্রেমীরা এই দ্বৈরথ দেখার অপেক্ষা করে, যা খেলার জন্য ভালো।’ দুজনেরই বয়স ২৫। বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন শাহিন। অন্যদিকে অনবদ্য স্ট্রোক প্লে দিয়ে গোটা বিশ্বকে...